সরকার নিধারিত আমদানীকৃত তাজা ফলের উপর অতিরিক্ত শুল্ক কমানোর দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছে বগুড়ায় ফল ব্যবসায়ী সমিতি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাবের সামনে বগুড়া ফল ব্যবসায়ী সমিতি এই মানববন্ধনের আয়োজনে করে। বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মুনসুর আলম, সাবেক সভাপতি মাহমুদ শরীফ মিঠু। এতে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি হুমায়ন কবীর, প্রচার সম্পাদক আইনুল ইসলাম, দপ্তর সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ, সহ-সাধারণ সম্পাদক আজমল হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা মেটাতে ফল ব্যবসায়অরা অগ্রণী ভূমিকা পালন করেছে। কিন্তু দু:খের বিষয় জাতীয় রাজস্ব বোর্ড তাজা ফলকে বিলাস পণ্য হিসাবে মূল্যায়ন করে শুল্ক আরোপ করে যাহা ব্যবসায়ী, ভোক্তা সাধারণ ও জনগণের রোধগম্য নয়। ফলমূল অন্যান্য খাদ্যেও ন্যায় পুষ্টিকর ও স্বস্থ্যকর খাবার হিসাবে বিবেচিত। আমাদেশের চাহিদার তুলনায় ৩৫-৪০% উৎপাদিত হয়। বাকি ৬০-৬৫% তাজাফল আমাদের বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানী করতে হয়। নিত্য প্রযোজনীয় খাদ্য মাত্র ফল কোন বিলাসী পণ্য নয়। বাংলাদেশের সকল ফল আমদানীকারগণ আলোচনার মাধ্যমে সিদ্ধাতে উপনিত হয়েছে যে, আগামী ০৩/০২/২০২৫ ইং তারিখ থেকে বাংলাদেশের সকল স্থল ও নৌ বন্ধর হতে আমদানীকৃত তাজাফল খালাস অনির্দিষ্ঠকালের জন্য বন্ধ থাকবে। দেশের রাজস্বর কথা চিন্তা করে এবং দেশে তাজাফল সরবরাহ স্বাভাবিক রাখতে সম্প্রতি বর্ধিত সম্পূরক শুল্ক (SD) প্রত্যাহারের দাবি জানাই।