1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
হাজারও মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন বগুড়া-৩ আসনের সাবেক এমপি খোকা - Uttarkon
রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
উপদেষ্টা পরিষদের ওয়েবসাইটে ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ বগুড়ায় জাসদের ভেঙে ফেলা কার্যালয় ব্যক্তি মালিকানার দাবি আজ থেকে গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ মোল্যা নজরুলসহ ৪ পুলিশ কর্মকর্তা আটক গাজীপুরে ডিসি অফিসের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীকে গুলি,সর্বত্র উত্তেজনা মুক্তিযোদ্ধা নন, মোজাম্মেল হলো খুনী ও ধর্ষক ভারতে বসে নতুন চক্রান্ত শুরু করেছে হাসিনা: মির্জা ফখরুল ৬৪ জেলায় বিএনপির কর্মসূচি ১১ ফেব্রুয়ারি থেকে গাজীপুরে ‘ভাঙচুর’ ঠেকাতে ছাত্রদের ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হামলা : গ্রেফতার ১৬, থানার ওসি প্রত্যাহার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের প্রেতাত্মাদের ষড়যন্ত্র জনগণকে নিয়ে মোকাবেলা করা হবে: ড. খন্দকার

হাজারও মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন বগুড়া-৩ আসনের সাবেক এমপি খোকা

  • সম্পাদনার সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৮ বার প্রদশিত হয়েছে

স্টাফ রিপোটার ঃ হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বগুড়া-৩ আদমদিঘী-দুপচাঁচিয়া আসনের ২ বারের সাবেক সংসদ সদস্য আব্দুল মোমেন তালুকদার খোকা। ২৯ জানুয়ারী বুধবার সকাল ৯ টায় দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ১ম জানাজা, সকল ১০টায় আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে ২য় জানাজা, ১১ টায় সকাল সান্তাহার আধুনিক স্টেডিয়াম মাঠে ৩য় জানাজা এবং বাদ জোহর বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুঁড়ি নিজ গ্রামে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে তাঁকে দাফন করা হয়। আব্দুল মোমেন তালুকদার খোকার জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেয়। দল-মত নির্বিশেষে খোকার জানাজায় শেষ শ্রদ্ধা জানানো হয়। অনেকে কান্নায় ভেঙে পড়ে।

নামাজে জানাজায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং (৪২-বগুড়া-৭) আসনের সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, নওগাঁ জেলা বিএনপির সভাপতি নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নাজমুল হক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি এডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সহ-সভাপতি ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, মরহুম পরিবারের সদস্য আব্দুল মতিন তালুকদার, মোত্তাকিম হোসেন মোত্তা, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল নবী সালাম, কে,এম খাইরুল বাশার, বগুড়া আইনজীবী সমিতির সভাপতি বিএনপি নেতা অ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা,

জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার রহমান, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, বগুড়া জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয় সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন,আমেরিকা প্রবাসী হেলাল উদ্দিন সরকার, দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু নাছের, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, পৌর বিএনপির সাবেক সভাপতি কায়কোবাদ, আদমদীঘি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বুলবুল ফারুক, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আবু হাসান, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, দুপচাঁচিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলীসহ স্থানীয় মুসল্লীগন এবং বিএনপি ও অঙ্গদলের হাজার হাজার নেতা-কর্মীরা জানাজায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য; বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বগুড়া-৩ আদমদিঘী-দুপচাঁচিয়া আসনের ২ বারের সাবেক সংসদ সদস্য আব্দুল মোমেন তালুকদার খোকা নানা জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সার্পোটে ছিলেন। মঙ্গলবার বেলা ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। স্ত্রী, তিন কন্যা এবং নাতি-নাতনী, ৮ ভাই সহ বহু গুনাগাহি রেখে গেলেন। মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা ২০০১ এবং ২০০৮ সালে বিএনপি মনোনীত ২ বার জাতীয় সংসদ সদস্য, বন ও পরিবেশ মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। তার বাবা মরহুম আব্দুল মজিদ তালুকদার বিএনপি মনোনীত তিন বারের এমপি ছিলেন। তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সেই সাথে শোকাহত পরিবারবর্গ প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies