নওগাঁ প্রতিনিধি : “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই ” এ প্রতিপাদ্যে নওগাঁয় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে যুব ও উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে নওগাঁ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ যুব ও উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। নওগাঁ সদর উপজেলা নিবার্হী অফিসার ইবনুল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ,নওগাঁ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মুঃ জাবেদ ইকবাল, জেলা প্রাণীসম্পদ অফিসার মাহফুজার রহমান প্রমূখ সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক ও যুব উদ্যোক্তারা উপস্থিত ছিলেন । যুব ও উদ্যোক্তা সমাবেশ জেলার ৮টি দপ্তরের মোট ২৭টি উদ্যোক্তার স্টল অংশ গ্রহণ করেন।