বগুড়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে বাংলাদেশ লায়ন্স ক্লাব অব ঢাকা রজনীগন্ধা। ২৬ জানুয়ারি রবিবার বিকালে বগুড়ার শাহজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন প্রধান অতিথি বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। বিএনপি নেতা আবু তালেব এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতারণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লায়ন ইঞ্জি. এনামুল কবির আহমেদ, সাবেক এমপি লালুর কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়। লায়ন ইঞ্জি. এহসানুল কবির শুভ ও রাশেদ কবির রছির সার্বিক ব্যবস্থপনায় আরো উপস্থিত ছিলেন শাহজাহানপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান নিলু, শাজাহানপুর উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, শাজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, গাবতলী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহতাছিন বিল্লা মুন, যুবদল নেতা শহিদুল ইসলাম খোকন, রন্জু আলম, মিজানুর রহমান, এ্যাড.কাজী মাসকুল আলম, আবু রায়হানসহ বিএনপির ও অঙ্গদলের নেতৃবৃন্দ প্রমূখ।