বদলগাছী ( নওগাঁ) : নওগাঁর বদলগাছী উপজেলার পল্লীতে ৮ ফুট উচ্চতার একটি বড় গাঁজার গাছসহ এক ব্যক্তিকে আটক করেছে বদলগাছী থানা পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান আলী সঙ্গীয় ফোর্স সহ উপজেলার মিঠাপুর ইউনিয়নের হাজীপাড়া গ্রামে অভিযান চালিয়ে মৃত তছির উদ্দীনের পুত্র এনামুল হকের বাড়ির ভিতরের আঙিনা থেকে ৮ ফুট উচ্চতার একটি বড় গাঁজা গাছ সহ এনামুল হক(৪০) কে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান আলী জানিয়েছেন।