বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলীতে শহীদ জিয়াউর রহমান পাঠাগারের চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে শহীদ জিয়াউর রহমান পাঠাগারের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩শতাধিক শিক্ষার্থী চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন। শহীদ জিয়াউর রহমান পাঠাগারের সভাপতি ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, পৌর বিএনপির সাবেক আহবায়ক ডা. ছবেদ আলী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিযার রহমান আতোয়ার, আব্দুল জলিল প্রাং, আফছার আলী মিজু, মতিউর রহমান, আব্দুল গফুর শাহ, ইস্কাদার আলী ময়না, আবু হাসানাত শাহীন, যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম, খোরশেদ আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, তাজুল ইসলাম প্রমুখ।