বগুড়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে ইনার হুইল ক্লাব অব বগুড়া। ২৩ জানুয়ারী বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বগুড়া শহরের উত্তর ভাটকান্দিতে স্থায়ী দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব বগুড়া প্রেসিডেন্ট সামসুন্নহার সুমী, ভাইস প্রেসিডেন্ট মনোয়ারা খাতুন সোহানা, ইসরাত জাহান মিতু, ইনার হুইল ক্লাব অব বগুড়ার ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট নাসরিন সুলতানা নাজু, ক্লাবের সেক্রেটারী ইয়াসমীন হাসান, ক্লাবের ট্রেজারার মনোয়ারা খানম, ISO তানজিলা সেলিম জেনী, এডিটর নুরুদিয়া জাহান লিটা, নির্বাহী সদস্য অধ্যক্ষ ফজিলাতুন্নেছা, মাহমুদা হাকিম, ওয়াহিদা রহমান রিপা, সৈয়দা মনিরা বেগম পাপিয়া, শামীমা সুলতানা রীটা।