1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সন্তানের চিকিৎসার খরচ যোগাতে অসহায় মায়ের পিঠার দোকান! - Uttarkon
রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
উপদেষ্টা পরিষদের ওয়েবসাইটে ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ বগুড়ায় জাসদের ভেঙে ফেলা কার্যালয় ব্যক্তি মালিকানার দাবি আজ থেকে গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ মোল্যা নজরুলসহ ৪ পুলিশ কর্মকর্তা আটক গাজীপুরে ডিসি অফিসের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীকে গুলি,সর্বত্র উত্তেজনা মুক্তিযোদ্ধা নন, মোজাম্মেল হলো খুনী ও ধর্ষক ভারতে বসে নতুন চক্রান্ত শুরু করেছে হাসিনা: মির্জা ফখরুল ৬৪ জেলায় বিএনপির কর্মসূচি ১১ ফেব্রুয়ারি থেকে গাজীপুরে ‘ভাঙচুর’ ঠেকাতে ছাত্রদের ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হামলা : গ্রেফতার ১৬, থানার ওসি প্রত্যাহার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের প্রেতাত্মাদের ষড়যন্ত্র জনগণকে নিয়ে মোকাবেলা করা হবে: ড. খন্দকার

সন্তানের চিকিৎসার খরচ যোগাতে অসহায় মায়ের পিঠার দোকান!

  • সম্পাদনার সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৪ বার প্রদশিত হয়েছে

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা : দূর্ঘটনায় বিকলাঙ্গ সন্তানের চিকিৎসার খরচ যোগাতে এক অসহায় মা মহাসড়কের পাশে পিঠার দোকান দিয়ে বসেছেন। কিন্তু সেই দোকানের বেচা-কেনা দিয়ে হচ্ছেনা ব্যয় বহুল চিকিৎসা, জুটছেনা সংসারের ৫ সদস্যের পেটের খাবার। বিরামপুর শহরের পূর্বপাড়া মোড়ে মহাসড়কের পাশে পিঠার দোকানী নূর ছবি বেগম (৪৫) অশ্রুসজল নয়নে জানালেন তার সংগ্রামী জীবনের কথা। নূর ছবি জানান,তার নিজের বাড়ি নেই। বিরামপুর পূর্বপাড়া মহল্লার (মজনুর দোকানের সামনে) একটি বাড়িতে স্বামী সন্তান নিয়ে তার বসবাস। তার স্বামী রিক্স্রা চালক হাছেন আলী। স্বামীর আয় রোজগার দিয়ে ভালোই চলছিল সংসার। তার ছেলে রুবেল মিয়া (২০) রংয়ের কাজ করে।  কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ২০২৪ সালের জানুয়ারি মাসে ঢাকায় একটি বাড়িতে রংয়ের কাজ করার সময় তিনতলা থেকে পড়ে যায় রুবেল। কোনরকমে প্রাণে বেঁচে গেলেও ভেঙ্গে গেছে কোমরের হাড়। দরিদ্র পিতা মাতা তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করান। জায়গা জমি বিক্রি করে এবং আত্মীয় স্বজনদের নিকট ধার কর্জ করে ৬ লাখ টাকা ব্যয়ে সেখানে অপারেশন করান। কিন্তু দীর্ঘ এক বছরেও রুবেল শয্যা থেকে দাঁড়াতে পারেনি।
রুবেলকে হাসপাতাল থেকে বাড়িতে আনার পর নিয়মিত ঔষধ সেবন করাতে গিয়ে পরিবার হিমশিম খেতে থাকে। নিয়মিত ঔষধ খাওয়াতে না পারায় ব্যথার যন্ত্রনায় কাতর রুবেলের চিৎকারে বাধ্য হয়ে পিতা হাছেন আলী রোজগারের একমাত্র সম্বল অটোরিক্সাটিও বিক্রি করে চিকিৎসা করিয়েছেন। রোজগার না থাকায় রুবেলের পিতা-মাতা, স্ত্রী ও এক বছরের পুত্র সন্তান নিয়ে পরিবারটি খেয়ে না খেয়ে দিনাতিপাত করতে থাকে। এ অবস্থায় রুবেলের চিকিৎসা তো দূরের কথা আত্মীয় স্বজন ও প্রতিবেশিদের সাহায্যে এক বেলা খাবার জুটলেও দু’বেলা জোটেনা। বাধ্য হয়ে ইসলামী পর্দা মেনে নূর ছবি বেগম মহাসড়কের পাশে বসেছেন পিঠার দোকান নিয়ে। প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চিতই পিঠা, পিঁয়াজি ও বিভিন্ন প্রকারের চপ্ তৈরি করে বিক্রি করেন। এতে প্রতিদিন তার আয় হয় মাত্র একশ’ থেকে দেড়শ’টাকা। সেই টাকায়ও চলছেনা ৫ সদস্যের সংসারের চাকা। করাতে পারছেন না অসুস্থ্য ছেলের ব্যয়বহুল চিকিৎসা। নূর ছবি বেগম বলেন, তার স্বামীর জন্য একটি অটোরিক্সা হলে সেই রোজগার দিয়ে অন্তত: দু’বেলা ডাল-ভাত খেয়ে জীবন যাপন করতে পারবেন। এছাড়া সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিরা তার ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করলে ছেলে সুস্থ্য হয়ে সংসারের হাল ধরতে পাবরে। দরিদ্র এই পরিবারের ৫ সদস্যের জীবন বাঁচাতে তিনি সকলের সহায়তা কামনা করেছেন। রুবেলের বিকাশ ও নগদ নম্ব: ০১৩২০৪২৫৭১৭।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies