1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
দায়িত্ব নিয়েই বাইডেনের ৭৮ নির্বাহী আদেশ বাতিল করল ট্রাম্প - Uttarkon
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
ধুনটে যমুনা নদীতে সেলফি তোলার সময় এক শিক্ষার্থী নিখোঁজ যুক্তরাষ্ট্র সফরে হতাশায় ডুবলেন মোদি, কোনো ছাড় দেননি ট্রাম্প ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার, আরো কর্মী নিতে আমিরাতের প্রতি ড. ইউনূসের আহ্বান কিছু রাজনৈতিক দল বিভ্রান্তিমূলক কথা বলে নির্বাচন নিয়ে টালবাহানা করছে : মির্জা আব্বাস হাসিনা ও তার কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে : ড. ইউনূস বাংলাদেশে সৃষ্ট পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই : ট্রাম্প বগুড়া শহর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অপরাধ করেও বহাল তবিয়্যতে গোদাগাড়ীর স্বেচ্ছাসেবক-লীগ নেতা সেলিম! গ্রেফতারের দাবি, বিএনপি নেতা ও স্থানীয়দের রাজশাহীতে বিপুল পরিমাণ দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে যৌথ বাহিনী রাজশাহী মহানগরীর শ্রীরামপুরে ফেনসিডিল-সহ মাদক কারবারী ওবায়দুল গ্রেফতার

দায়িত্ব নিয়েই বাইডেনের ৭৮ নির্বাহী আদেশ বাতিল করল ট্রাম্প

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২৪ বার প্রদশিত হয়েছে

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নেওয়ার পরপরই একগুচ্ছ নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে জো বাইডেনের শাসনামলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়  সোমবার (২০ জানুয়ারি) প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের কিছুক্ষণ পরই তিনি সেসব নির্বাহী আদেশে সই করেছেন। ট্রাম্পের অন্যতম প্রথম পদক্ষেপ ছিল প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার। একই সঙ্গে ফেডারেল সরকারের বিভিন্ন নীতিমালায় পরিবর্তন এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে একটি আদেশ জারি করেন। ওভাল অফিসে ফিরে ট্রাম্প আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আদেশে সই করেন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা এবং জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে নির্দেশনা। ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিলে হামলায় অভিযুক্ত ১ হাজার ৫০০ জনের সাধারণ ক্ষমার ঘোষণাও রয়েছে তার আদেশের মধ্যে। এর আগে ওয়াশিংটনের ক্যাপিটল ওয়ান অ্যারেনার মঞ্চে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে ট্রাম্প বলেন, শিগগিরই বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল করবেন তিনি। তার কিছুক্ষণ পরই ট্রাম্প যেসব নির্বাহী আদেশে সই করেছেন তার মধ্যে শুরুতেই তিনি বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন। স্থগিতাদেশে সই করার পর ট্রাম্প জনতার উদ্দেশ্যে সেটি তুলে ধরে দেখান। শপথ অনুষ্ঠানে ক্যাপিটল ভবনের ভেতরে ধর্মীয় গ্রন্থ বাইবেলের ওপর হাত রেখে ট্রাম্প শপথ গ্রহণ করেন। শপথ পাঠ করান প্রধান বিচারপতি জন রবার্টস। অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, তার স্ত্রী জিল বাইডেনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তীব্র ঠান্ডার কারণে ক্যাপিটল ভবনের ভেতরে শপথ গ্রহণের আয়োজন করা হয়। ১৯৮৫ সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানও একই কারণে ভেতরে শপথ নিয়েছিলেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করে ট্রাম্প দ্রুত নীতিমালা পরিবর্তনের মাধ্যমে তার প্রশাসনের কৌশলগত লক্ষ্যগুলো বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies