বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ণ কার্যক্রম উদ্বোধন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবার প্রথমে নিজের সদস্য পদ নবায়নের মাধ্যমে তারেক রহমান কর্মসূচির উদ্বোধন করেন। এরপর তারেক রহমানের অনুরোধে মঞ্চে থাকা অতিথিরাও একইসাথে সদস্য পদ নবায়ন করেন। আজ ২০ জানুয়ারি সোমবার বিকেলে গুলশান চেয়ারপার্সন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ণ কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান। স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার শাসনামলের প্রতি ইঙ্গিত করে হাসিনার তারেক রহমান বলেন, দেশে উপর দিয়ে একটি ঝড় বয়ে গেছে। দেশটাকে লন্ডভন্ড করে দিয়ে গেছে। প্রতিটি খাতকে লন্ডভন্ড করে দেয়া হয়েছে। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম-খুন করা হয়েছে। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন করা হয়েছে। সেই ঝড় কেটে গিয়েছে। এখন পুনর্গঠন কাজ শুরু করতে হবে। এই ঝড়ে বহু সহকর্মীকে বিএনপির নেতাকর্মীরা হারিয়েছেন। অনেকে বিভিন্ন কারণে রাজনীতি থেকে সরেও গেছেন। এজন্য আমরা দলকে আবার পুনর্গঠিত করবো। যে মানুষগুলো এতো ঝড়ের পরেও দলটিকে ধরে রেখেছেন, যে নেতাকর্মীরা দলকে নিয়ে গেছেন সাধারণ মানুষের কাছে, দলকে ধরে রেখেছেন সাধারণ মানুষের মধ্যে, যাদের জন্য আমাদের অবস্থান ধরে রাখা গেছে, সেই মানুষগুলোকে আমরা আবার একত্রিত করতে চাই। ঐক্যবদ্ধ করতে চাই। সেজন্যই মেম্বারশিপ নবায়ন করার আজকের এই কর্মসূচি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত প্রমুখ।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত যারা সদস্য রয়েছেন তারাই সদস্যপদ নবায়ন করবেন। নজরুল ইসলাম খান বলেন, তিনি বলেছেন, এমন লোককে দলে নেয়া যাবে না যাতে বদনাম হয়।