1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শহীদ জিয়াউর রহমান দেশের দায়িত্ব গ্রহণের পর সকল সেক্টরে কৃতিত্বের ছাপ রেখেছেন-রিজভী - Uttarkon
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
ধুনটে যমুনা নদীতে সেলফি তোলার সময় এক শিক্ষার্থী নিখোঁজ যুক্তরাষ্ট্র সফরে হতাশায় ডুবলেন মোদি, কোনো ছাড় দেননি ট্রাম্প ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার, আরো কর্মী নিতে আমিরাতের প্রতি ড. ইউনূসের আহ্বান কিছু রাজনৈতিক দল বিভ্রান্তিমূলক কথা বলে নির্বাচন নিয়ে টালবাহানা করছে : মির্জা আব্বাস হাসিনা ও তার কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে : ড. ইউনূস বাংলাদেশে সৃষ্ট পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই : ট্রাম্প বগুড়া শহর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অপরাধ করেও বহাল তবিয়্যতে গোদাগাড়ীর স্বেচ্ছাসেবক-লীগ নেতা সেলিম! গ্রেফতারের দাবি, বিএনপি নেতা ও স্থানীয়দের রাজশাহীতে বিপুল পরিমাণ দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে যৌথ বাহিনী রাজশাহী মহানগরীর শ্রীরামপুরে ফেনসিডিল-সহ মাদক কারবারী ওবায়দুল গ্রেফতার

শহীদ জিয়াউর রহমান দেশের দায়িত্ব গ্রহণের পর সকল সেক্টরে কৃতিত্বের ছাপ রেখেছেন-রিজভী

  • সম্পাদনার সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৫২ বার প্রদশিত হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, পবিত্র ভূমিতে দেশের এক মহানায়ক, ক্ষণজন্মা পুরুষ শহীদ জিয়াউর রহমান জন্মগ্রহণ করেছিল। আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এদেশের সকল স্তরের মানুষ আজও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে তার অবদানকে স্মরণ করে। অতি অল্প সময়ের মধ্যে একটি দেশকে উন্নত করে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। সাড়ে তিন বছরের জিয়াউর রহমান নিজে চৌদ্দশ খাল খনন করেছিলেন, ২৭হাজার ৫শত পল্লী চিকিৎসক তৈরি করেছিলেন। চিকিৎসা ব্যবস্থাকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ছড়িয়ে দিয়েছিলেন। জিয়াউর রহমান দেশের দায়িত্ব গ্রহণের পর সকল সেক্টরে কৃতিত্বের ছাপ রেখেছেন। এই জাতি আত্মনির্ভরশীল হিসেবে দাঁড়াতে পারে সেই পথপ্রদর্শন করে গেছেন জিয়াউর রহমান। দেশের শিক্ষা, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ক্ষেত্রে জিয়াউর রহমান বিপ্লব ঘটিয়ে ছিলেন। জিয়াউর রহমান ম্যানপাওয়ার তৈরি করার মাধ্যমে দেড় কোটি মানুষ এখন পৃথিবীর বিভিন্ন দেশে চাকরি ও বাণিজ্য করছে। অবৈধ প্রধানমন্ত্রীর আত্মীয়-স্বজন দেশ থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার করেছে সাড়ে ১৫ বছরে। ঢাকার পূর্বচলে অবৈধভাবে শত শত কাঠা জমি তারা নিজেদের নামে লিখে নিয়েছে। জিয়াউর রহমানের নামে কোথাও কোন জায়গা ছিল না। সেই সময়ের সরকার তাকে থাকার জায়গা দিয়েছিলেন। দেশের কোথাও তার সম্পত্তি নেই। ৭১ সালে যখন কোন রাজনৈতিক সিদ্ধান্ত নেই, তখন একজন মেজর সেই সিদ্ধান্ত নিয়ে এই জাতি ও দেশকে রক্ষা করার জন্য যুদ্ধে নেমেছিলেন। শহীদ জিয়াউর রহমানের জন্ম বার্ষিকীতে আত্মার মাগফেরাত কামনা করছি। শহীদ জিয়াউর রহমানের সুযোগ্য সহধর্মিনী সুখে দু:খে সংকটে এ জাতিকে তিনি নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্র যখনই বাধাগ্রস্ত হয়েছে তখনই তিনি পুনরুদ্ধারের জন্য অক্লান্ত প্রচেষ্টা করেছেন। অবৈধ সরকার বারবার নিপীড়ন, নির্যাতনে চালিয়েছে বেগম খালেদা জিয়ার উপর। একটি ভাঙ্গা বিধ্বস্ত কারাগারের মধ্যে রেখে পৃথিবী থেকে তাকে বিদায় করে দেওয়ার ব্যবস্থা করেছিল। আল্লাহর রহমত তিনি বেঁচে আছেন। দেশে পরিবর্তন এসেছে, শেখ হাসিনা পালিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন চিকিৎসাধীন রয়েছে লন্ডনে। মহান রাব্বুল আলামিন যেন তার নেক হায়াত দান করেন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে রোববার বগুড়া জেলা বিএনপি আয়োজিত রায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলে তিনি এ কথাগুলো বলেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়াপার্সনের উপদেষ্ট পরিষদ সদস্য সাবেক মেয়র এ্যাড. একেএম মাহবুবর রহমান, বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালুু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, এম আর সাইলাম স্বাধীন, শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, সাহাদত হোসেন, শেখ তাহাউদ্দিন নাহিন, সাজাদুজ্জামান সিরাজ জয়, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান,বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সাধারণ সম্পাদক তোফাজ্জাল হোসেন। দোয়া মোনাজাত করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের ইমাম মাওলানা বেলায়েত হোসাইন। এ আগে সকালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপির আয়োজনে সকাল ৭.০০ ঘটিকায় দলীয় কার্যলয়ে দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ।

বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ড্যাব বগুড়ার সহযোগিতায় সকাল ১০.০০ ঘটিকায় এ্যাজমা কেয়ার এন্ড প্রিভেনশন সেন্টারে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরন উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউ করিম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, সজল, ডাঃ আফছারুল হাবিব রোজ, ডাঃ ইফনুছ আলী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তর, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি প্রমুখ।

এছাড়া বগুড়া জেলা ছাত্রদলের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে চিত্রাংকন, রচনা প্রতিযোগীতা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং বাদ যোহর বায়তুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউ করিম বাদশা, শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর ইসলাম পলাশসহ নেতৃবৃন্দ।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies