শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: যার গল্প আমাদের দর্শন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হলো রাজধানী মিন্টো রোডের শহীদ আবু সাইদ অডিটোরিয়ামে। আলোচনায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান। আরো উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। ড্যাবের সভাপতি অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ফাহাম আব্দুস সালাম, রুবাইয়াত ফেরদৌস, চিত্রনায়ক উজ্জ্বল, ডাক্তার আমান প্রমুখ।