1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মতিহারে চোরাই মালামাল-সহ চোরচক্রের চার সদস্য গ্রেফতার - Uttarkon
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম:
ধুনটে যমুনা নদীতে সেলফি তোলার সময় এক শিক্ষার্থী নিখোঁজ যুক্তরাষ্ট্র সফরে হতাশায় ডুবলেন মোদি, কোনো ছাড় দেননি ট্রাম্প ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার, আরো কর্মী নিতে আমিরাতের প্রতি ড. ইউনূসের আহ্বান কিছু রাজনৈতিক দল বিভ্রান্তিমূলক কথা বলে নির্বাচন নিয়ে টালবাহানা করছে : মির্জা আব্বাস হাসিনা ও তার কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে : ড. ইউনূস বাংলাদেশে সৃষ্ট পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই : ট্রাম্প বগুড়া শহর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অপরাধ করেও বহাল তবিয়্যতে গোদাগাড়ীর স্বেচ্ছাসেবক-লীগ নেতা সেলিম! গ্রেফতারের দাবি, বিএনপি নেতা ও স্থানীয়দের রাজশাহীতে বিপুল পরিমাণ দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে যৌথ বাহিনী রাজশাহী মহানগরীর শ্রীরামপুরে ফেনসিডিল-সহ মাদক কারবারী ওবায়দুল গ্রেফতার

মতিহারে চোরাই মালামাল-সহ চোরচক্রের চার সদস্য গ্রেফতার

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ২৯ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানরগীতে অভিযান চালিয়ে চোরাই মালসহ সংঘবদ্ধ চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর মতিহার থানার বামনশিকড় এলাকার একটি বাড়িতে দরজা ভেঙে চুরির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মোঃ জাহিদ হাসান জাহিদ (২২), সে রাজশাহীর গোদাগাড়ী থানার মাঙ্গনপুর গ্রামের মোঃ হাসিবুল ইসলামের ছেলে, মোঃ ইমতিয়াজ হোসেন মাহির ওরফে ছোট (১৯), সে একই থানার মির্জাপুর গ্রামের মোঃ আব্দুল হাকিম আলীর ছেলে, মোঃ শাকিল হোসেন (২৬),সে মহানগরীর এয়ারপোর্ট থানার মোঃ সিদ্দিক হোসেনের ছেলে ও মোসাঃ সন্ধ্যা খাতুন (১৯),সে মহানগরীর পবা থানার শিয়ালবেড় নওহাটা এলাকার মোঃ মিন্টু আলীর মেয়ে। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন। তিনি জানান, মোঃ ছালেহুর রহমান নগরীর মতিহার থানার বামনশিকড় এলাকার বাসিন্দা। তিনি ২৩ ডিসেম্বর রাতে গ্রামের বাড়ি দিনাজপুর জেলার সদর থানার কাশিমপুরে বেড়াতে যান। গত ২৫ ডিসেম্বর তার বাড়ির মালিক তাকে জানায়, তার বাসার তালা ভেঙে ফ্রিজ ও গ্যাসের চুলা-সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় ছালেহুর রহমান নগরীর মতিহার থানা পুলিশকে অবগত করেন।  পরবর্তীতে গত ১৫ জানুয়ারি বিকাল সাড়ে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর পশ্চিম বুধপাড়া এলাকা থেকে আসামিদের গ্রেফতার করেন মতিহার থানার এসআই এ.টি.এম আশেকুল ইসলাম ও সঙ্গীয়ফোর্স। এসময় আসামিদের কাছ থেকে চোরাই একটি ফ্রিজ, চারটা গ্যাসের চুলা, ২ টি সিলিন্ডার, ২টি বাইসাইকেল, একটি ভ্যান-সহ বাসা বাড়িতে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধার হয়। আসামি জাহিদ ও শাকিলের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে চুরির সথে জড়িত বলে পুলিশের কছে চুরির ঘটনা স্বীকার করেছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies