বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বিরামপুর শহরের পল্লবী এলাকায় এজেআর কুরিয়ার সার্ভিস থেকে টাস্কফোস্র্ অভিযান চালিয়ে ৩১ হাজার ২১২ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে। এঘটনায় একজনকে আটক করে ভ্রাম্যমান আদালত ১ মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) গণ মাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এবিএম জাহিদুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার (ভুমি) নাজিয়া নওরীন এর নেতৃত্বে ২৯ বিজিবি’র বিরামপুর বিশেষ ক্যাম্প ও থানা পুলিশের সমন্বয়ে টাস্কফোস্র্ বৃহস্পতিবার বিকেলে এজেআর কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান পরিচালনা করেন। এসময় ঐ কুরিয়ার থেকে ৩১ হাজার ২১২ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয় এবং ঘটনার সাথে জড়িত নবাবগঞ্জ উপজেলার পাকুড়িয়া গ্রামের আক্তারুজ্জামানকে (৩২) আটক করা হয়। জব্দকৃত সিরাপের মূল্য প্রায় ৪৭ লাখ ২৫ হাজার ৮২০ টাকা। নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার (ভুমি) নাজিয়া নওরীন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত আক্তারুজ্জামানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, দণ্ডপ্রাপ্ত আসামীকে শুক্রবার (১৭ জানুয়ারি) দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।