মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ^ময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে দুই দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ ও ১৫ জানুয়ারি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে এ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা খানম, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এ,কে,এম জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: ফরিদুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মো: আমিনুল হক ও মুহাম্মদ আব্দুল্লাহ। এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।