শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে কেন্দ্র ঘোষিত সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১২ জানুয়ারি) বগুড়ার শাজাহানপুরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লিফলেট বিতরণ করেছে। এদিন শাজাহানপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণের মাধ্যমে সরকারের কাছে ২৪-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণঅভ্যুত্থানের দালিলিক ভিত্তি হিসেবে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির বগুড়া জেলার সংগঠক শওকত ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলনের বগুড়া জেলার স্বম্নয়ক এ.এম.জেড শাহরিয়ার জুহিন। এছাড়া, উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির শাজাহানপুরের প্রতিনিধি হুমায়ূন কবির হিমু, জাহাঙ্গীর আলম, নজিবুল ইসলাম মাসুম, ওমর ফারুক, ইমন, বাবু, শিবলু, সৈকত প্রমুখ। শাজাহানপুরের দুবলাগাড়ি হাট থেকে মাঝিড়া বন্দর পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ শেষে মাঝিড়া বন্দরের বটতলায় আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি শওকত ইমরান বলেন, “আমরা অধিকার, ইনসাফ ও মর্যাদাভিত্তিক রাষ্ট্র চাই। ২৪-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে গণঅভ্যুত্থান হয়েছে, তার দালিলিক ভিত্তি হবে এই ঘোষণা পত্র। অন্তর্বতীকালীন সরকারকে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার দাবি জানাই।