গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বৃহস্পতিবার বগুড়ার গাবতলী মহিষাবানের পোড়াদহ মেলা চত্বরে বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মতবিনিময় শেষে ফটো সেশনে অংশ নেন গাবতলী উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন। এসময় উপস্থিত ছিলেন রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল, মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, সোনারায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাজা মন্ডল, কাগইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু জাফর, নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার, গাবতলী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম বাদল, দক্ষিণপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তালেব মিঠু, নেপালতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সঞ্জয় কুমার মজুমদার। আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা।