1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
আদমদীঘিতে তিন ফসলি জমিতে পুকুর খনন ॥ নিরব প্রশাসন - Uttarkon
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
যুদ্ধবিরতির পর বাড়ি ফিরতে শুরু করেছে হাজারো ফিলিস্তিনি আগামী নির্বাচন বিএনপির জন্য এত সহজ নয় : তারেক রহমান শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা নির্বাচন হলেই সঙ্কট কেটে যাবে :মির্জা ফখরুল দেশের সব ক্রান্তিকাল উত্তরণে শহীদ জিয়া জাতির দিশারী-সাবেক এমপি লালু শহীদ জিয়াউর রহমান দেশের দায়িত্ব গ্রহণের পর সকল সেক্টরে কৃতিত্বের ছাপ রেখেছেন-রিজভী শহীদ জিয়া চিরদিন মানুষের হৃদয়ের মাঝেই বেঁচে থাকবেন-রিজভী শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় বগুড়ায় দোয়া মাহফিল শীতবস্ত্র বিতরণ শহীদ জিয়ার ৮৯তম জন্মবার্ষিকী আজ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান

আদমদীঘিতে তিন ফসলি জমিতে পুকুর খনন ॥ নিরব প্রশাসন

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২১ বার প্রদশিত হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ ভূমি আইন উপেক্ষা করে বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের উজ্জলতা গ্রামের পূর্ব মাঠে তিন ফসলি আবাদী জমিতে এস্কেভেটর ভেকু মেশিন দিয়ে পুকুর খননের মহোৎসব চলছে। তিন ফসলি আবাদী জমিতে মাটি কেটে পুকুর খননের কারণে গিলে খাওয়া হচ্ছে শত শত বিঘা জমি। ফলে এক দিকে যেমন কৃষি জমি কমে ফসল উৎপাদন হ্রাস পাচ্ছে। অপরদিকে সেইসব খনন করা জমির চার পাশের ফসলি জমির সরিষা, আলু আবাদ উৎপাদন মারাত্মক ক্ষতির সম্ভবনা দেখা দিচ্ছে। এক শ্রেণির অসাধু মাটি ব্যবসায়ীরা গ্রামের সহজ সরল মানুষকে পুকুর খননে উৎসাহিত করে এই পুকুর খননের কাজ দেদারছে করছে। পুকুর খননের কারণে এ উপজেলায় দিন দিন আবাদী কৃষি জমি আশংকাজনক হারে কমে যাচ্ছে। ফলে আগামীতে খাদ্য ঘাটতির আশংকা রয়েছে। বিষয়টি প্রকাশ্যে এলেও প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানান স্থানীয়রা। জানা যায়, চলতি বছরের আমন আবাদ শেষে উপজেলায় সকল কৃষকদের ফসলি মাঠ ফাঁকা পড়ে থাকে। যার ফলে কৃষকদের বুঝিয়ে জমি ও পুকুর খনন করতে শুরু করে মাটি ব্যবসায়ীরা। গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাটি উত্তোলন করতে দেখা যায়। কেউ কৌশলে রাতে, আবার কেউ ভোরবেলা মাটি খনন করছেন। আর পরিবহন হিসেবে ব্যবহার করা হচ্ছে ফিটনেস বিহীন ট্রাক্টর। এছাড়া গায়ের জোড়ে অন্যের সরিষা ও আলু আবাদ নষ্ট করে মাটি বহন করছে। অপরদিকে পাকা সড়ক ও অন্যান্য ফসলি আবাদ নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কৃষকরা নানা ক্ষতিগ্রস্ত সহ সড়কে চলাচল করা পথচারীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। সরজমিনে গত বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের উজ্জ্বলতা গ্রামের আফজাল হোসেন নামের এক ব্যক্তি প্রায় আড়াই বিঘা ফসলি তিন ফসলি জমিতে মাটি খনন করে পুকুর তৈরি করছেন এবং রাতে মাটি উত্তোলন শেষে এস্কেভেটর ভেকু মেশিন জঙ্গলে আড়ালে লুকিয়ে রাখেন। আর সকালে লোকজনের কাছে মাটি বাণিজ্য করে মুনাফা লুফে নিচ্ছেন ব্যবসায়ীরা। এদিকে দিনের পর দিন এমন কার্যক্রম দেখেও প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা জানান, সরজমিনে পরিদর্শন করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies