1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যতদিন - Uttarkon
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম:
সোনাতলায় অগ্নিনির্বাপণে মুজতাহিদ উদ্ভাবিত পদ্ধতির মহড়া বগুড়া ৪-এপিবিএন এর বার্ষিক পুলিশ সমাবেশ, ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত বদলগাছীতে গাঁজার গাছসহ আটক -১ পাঁচবিবিতে অভ্যন্তরীণ অভিবাসী বিষয়ক অ্যাভোকেসি সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার চিকিৎসা ‘ওয়ান স্টপ সার্ভিসে’ করার সিদ্ধান্ত চিকিৎসকদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বগুড়ায় শীতবস্ত্র বিতরণ ওষুধ, রেস্তোরাঁ ও পোশাকে ভ্যাট কমানোর সিদ্ধান্ত মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম গণহত্যার বিচারে ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জের আবেদন খারিজ ইউক্রেন চুক্তি না হলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ হতে পারে : ট্রাম্প

আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যতদিন

  • সম্পাদনার সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১১ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশের ওপর দিয়ে আগামী কয়েক দিনের মধ্যে একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আকারের দিক থেকে শৈত্যপ্রবাহটি মৃদু থেকে মাঝারি হতে পারে বলে জানানো হয়েছে।ওই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা গড়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। এ অবস্থায় ঘন কুয়াশা ও ঠাণ্ডা বাতাসে শীতের তীব্রতা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বিবিসি বাংলাকে বলছিলেন, ইতোমধ্যেই তাপমাত্রা কমতে শুরু করেছে, যা আরো কয়েকদিন অব্যাহত থাকবে।

তাপমাত্রা কমতে থাকায় বাড়ছে কুয়াশা, যার দাপট দেখা যাচ্ছে প্রকৃতিতে। ঘন কুয়াশার কারণের বুধবার ঢাকাসহ বেশিরভাগ জেলায় দুপুর পর্যন্ত সূর্যের মুখ পর্যন্ত দেখা যায়নি। এর মধ্যেই বইছে হিমশীতল বাতাস, যার ফলে জনজীবন বেশ বিপর্যস্ত হয়ে পড়েছে।

এদিকে, ঠাণ্ডা পড়ার সাথে সাথে সারা দেশে বাড়তে শুরু করেছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগের প্রকোপ। শিশু ও বৃদ্ধরাই এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

গত কয়েকদিনে ঢাকার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি) ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জেলা শহরগুলোতেও সরকারি-বেসরকারি হাসপাতালে শীতজনিত রোগ নিয়ে ভর্তি হওয়া মানুষের সংখ্যা বাড়ছে বলে জানা যাচ্ছে। কিন্তু এই অবস্থা আর কতদিন থাকবে?

জেঁকে বসছে শীত, কাঁপছে সারা দেশ
বেশ কয়েকদিন বিরতির পর সারা দেশে আবারো শীত জেঁকে বসতে শুরু করেছে। বুধবার ঢাকাসহ প্রায় সব জেলায় লম্বা সময় ধরে ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে। ঠাণ্ডা বাতাসের সাথে বেড়েছে শীতের তীব্রতাও। অথচ শৈত্যপ্রবাহ এখনো শুরু হয়নি বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বিবিসি বাংলাকে বলেন, ‘এটাকে শৈত্যপ্রবাহের পূর্বলক্ষণ বলা যেতে পারে।’ পরের কয়েকদিন সারা দেশের গড় তাপমাত্রা ধীরে ধীরে আরো কমতে পারে বলে জানিয়েছেন তিনি।

ইতোমধ্যেই ঢাকার তাপমাত্রা কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। এর আগে, শহরটির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকার একজন বাসিন্দা রুহুল আমিন বলেন, ‘ঢাকায় গত তিন-চার দিনে দিনের বেলা শীতের কাপড় করার প্রয়োজন পড়েনি। অথচ আজ (বুধবার) দুপুর বেলাতেও রীতিমত জ্যাকেট পরে বের হতে হয়েছে।’

ঢাকার বাইরের জেলাগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ১২ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। এর চেয়ে সামান্য বেশি ছিল শ্রীমঙ্গলে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

তবে কোথাও কোথাও তাপমাত্রা বাড়তেও দেখা গেছে। এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস থেকে বুধবার দাঁড়িয়েছে ১৪ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া উত্তরবঙ্গের অন্য জেলাগুলোতেও তাপমাত্রা খুব একটা কমতে দেখা যায়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তারপরও জেলাগুলোতে তীব্র শীত অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদ মল্লিক বলেন, ‘ঠাণ্ডা বাতাস ও ঘন কুয়াশার কারণেই শীতের তীব্রতা বেশি মনে হচ্ছে।’

শৈত্যপ্রবাহ শুরু কবে
বুধবার রাতে থেকেই সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করবে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদফতর। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, এ সময় দিন ও রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, যা পরবর্তী দুই-তিন দিন পর্যন্ত চলতে পারে।

সব মিলিয়ে আগামী ১৪ জানুয়ারির মধ্যে দেশজুড়ে মৃদু থেকে মাঝারি মাত্রার একটি শৈত্যপ্রবাহ বইতে পারে বলে জানিয়েছেন তিনি। মল্লিক বলছিলেন, ‘তবে সেটি বেশিদিন স্থায়ী হবে না। খুব স্বল্প সময়ের জন্য থাকতে পারে।’

উল্লেখ্য যে তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস হলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। এছাড়া ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসে নামলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটিকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে হয় অতি তীব্র শৈত্যপ্রবাহ।

১৪ জানুয়ারির পর আগামী সপ্তাহের শেষের দিকে শীতের তীব্রতা কিছুটা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মল্লিক বলেন, এর কয়েকদিন পর জানুয়ারির শেষ দশ দিনে আরো এক থেকে দু’টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ আসতে পারে।

ওই সময় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গায় শীত বেশি অনুভূত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

হঠাৎ কুয়াশা বাড়ছে কেন
যেসব কারণে বাংলাদেশে এ বছর শীত বেশি অনুভূত হচ্ছে, সেগুলোর একটি হচ্ছে দীর্ঘ সময় ধরে কুয়াশা পড়া। বুধবার প্রায় সারাদিনই ঢাকাসহ বিভিন্ন জেলায় কুয়াশা পড়তে দেখা গেছে। হঠাৎ এই কুয়াশা বৃদ্ধির কারণ হিসেবে বায়ু দূষণকে দায়ী করছেন আবহাওয়াবিদরা। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের সূচকে ঢাকা এখন বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় রয়েছে।

যানবাহন, ইটভাটা ও শিল্প-কারখানার দূষিত ধোঁয়ার পাশাপাশি নির্মাণকাজের সংখ্যা বৃদ্ধিসহ নানান কারণে সারাদেশেই আগের চেয়ে বায়ু দূষণ বেড়েছে বলে বিভিন্ন গবেষণায় বলা হচ্ছে। এর মধ্যেই আবার জানুয়ারিতে দিল্লিসহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে দূষিত বায়ু প্রবেশের পরিমাণ বেড়েছে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ মল্লিক বিবিসি বাংলাকে বলেন, ‘দূষিত এই বাতাসে প্রচুর পরিমাণে ধূলিকণা মিশে রয়েছে, যা মেঘ ও কুয়াশা তৈরিতে নিয়ামক হিসেবে ভূমিকা রাখছে।’

অন্যদিকে, দীর্ঘ সময়ের কুয়াশার কারণে সূর্যের কিরণকাল কমে এসেছে। অর্থাৎ সূর্যের আলো বেশিক্ষণ পাওয়া যাচ্ছে না। মল্লিক বলেন, ‘স্বাভাবিক সময়ে সূর্যের কিরণকাল আট থেকে ১২ ঘণ্টা হলেও এখন কুয়াশার কারণে সেটি কমে আসছে।’

এতে ভূপৃষ্ঠ উত্তপ্ত হতে না পারায় দিনের ও রাতের তাপমাত্রার পার্থক্য অনেকটাই কমে গেছে। মল্লিক বলেন, ‘এর ফলে শীত বেশি অনুভূত হচ্ছে।’

চাপ বাড়ছে হাসপাতালে
শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে, শিশু ও বৃদ্ধরাই এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

গত কয়েক সপ্তাহে ডায়রিয়া রোগী ভর্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে ঢাকায় অবস্থিত আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি)।

প্রতিষ্ঠানটির এসএসইউ ওয়ার্ডের ক্লিনিক্যাল লিড ডা. শোয়েব বিন ইসলাম বিবিসি বাংলাকে বলেন, ‘আগে দিনে যেখানে ৪০০ থেকে ৪৫০-এর মতো রোগী আসতো, সেটি এখন বেড়ে এখন প্রায় হাজার ছুঁতে চলেছে।’

মূলত রোটা ভাইরাসের কারণেই শিশুরা ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে বলে জানান এই চিকিৎসক। তিনি আরো বলেন, ‘শীত আসলেই শিশুদের মধ্যে এই রোগ বাড়তে দেখা যায়। ডায়রিয়ার সাথে অনেকে নিউমোনিয়া নিয়েও ভর্তি হচ্ছে।’

একই কথা জানিয়েছেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের চিকিৎসকরা।

গত এক সপ্তাহে হাসপাতালটিতে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা প্রায় দশ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. মো: মাহবুবুল হক। তিনি আরো বলেন, ‘সারা দেশ থেকেই এসব রোগী আসছে।’

ঢাকার বাইরে জেলা শহরগুলোতেও শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানা যাচ্ছে।

গত কয়েকদিন ধরেই যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম, সিলেটসহ অনেক জেলায় তাপমাত্রা কমতে দেখা গেছে। সেখানকার সরকারি-বেসরকারি হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট নিয়ে অনেকে রোগী ভর্তি হচ্ছেন।

যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. মো: নাজমুস সাদিক বিবিসি বাংলাকে বলেন, ‘গত এক সপ্তাহে যশোর সদর হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১০ গুণ বেড়েছে। এদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি।’

তবে কেবল শীতজনিত রোগে আক্রান্ত হয়ে কোথাও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies