সর্বশেষ ২০১৭ সালের ১৬ জুলাই লন্ডন গিয়েছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তিন মাস লন্ডনে অবস্থানের পর দেশে ফিরেছিলেন ১৮ অক্টোবর। ৭ বছর ৯ মাস পর আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) আবার লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া। প্রায় ৮ বছর পর বেগম খালেদা জিয়া দেখা পাবেন প্রিয় সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, ব্যারিস্টার নাতনী জাইমা রহমানসহ লন্ডনে থাকা পরিবারের সদস্যরা। হিথ্রো বিমানবন্দরের সামনে যুক্তরাজ্য বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী তাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছেন বলেও জানা গেছে। এরপর বেগম খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতাল ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হবে। সেখানকার চিকিৎসকরাই তার চিকিৎসার বিষয়ে সব সিদ্ধান্ত নেবেন।