মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে এলাকার অসহায় ও দুস্থদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি মো: আমিনুল হক, মহাদেবপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো: মোবারক আলী, উপ-সহকারী প্রকৌশলী মো: রাজিব হোসেন প্রমুখ। এর আগে ভীমপুর, চেরাগপুর, উত্তরগ্রাম, সফাপুর, হাতুড়, খাজুর, রাইগাঁ, এনায়েতপুর, চান্দাশ ও সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান জানান, প্রধান উপদেষ্টার তহবিল ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবার এ উপজেলায় ৫ হাজার ১শ ৫টি কম্বল বরাদ্দ করা হয়েছে।