কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে চারাঞ্চলে পরিত্যাক্ত জমিতে কালাই চাষে বাম্পার ফলন হয়েছে। কালাই চাষাবাদের ৭৫ দিন পর ফসল ঘরে তুলতে বাড়ীর উঠানে গড়ুদিয়ে কাটা মাড়াই নিয়ে ব্যাস্ত সময় পার করছেন কৃষক কৃষানীরা। বিশেষ করে উপজেলার নারায়নপুর, ঝাউকুটির-চর, কালার-চর, চর-কাপনা, নুনখাওয়া, ফকিরগঞ্জ, কালিগঞ্জ, বল্লভেরখাস, ১৪ঘুরির-চরসহ চরাঞ্চলের পরিত্যাক্ত জমিতে মাসকালাই,মুশোরী কালাইসহ বিভিন্ন জাতের কালাইয়ের বাম্পার ফলন হয়েছে এবার। কালাই কাটামারাইয়ের ধুম পড়েছে চরাঞ্চলে । প্রতিবিঘা জমিতে ৫ থেকে ৬ মন করে কালাইয়ের ফলন হয়েছে। যার প্রতি মনের মূল্য বিক্রী হয় ৬ থেকে সারে ৬ হাজার টাকা প্রযন্ত। পরিত্যাক্ত জমিতে কম খরচে ভাল ফলন হওয়ায় খুশি বলে জানান কৃষক-কৃষানীরা। এছারাও কালাই চাষাবাদ বৃদ্ধিতে সরকারী সুযোগ সুবিধা প্রদানের দাবী জানিয়েছেন স্থানিয় কালাই চাষীরা। চরাঞ্চলের কৃষকদের অনান্য ফসলের পাশাপাশি প্রধান চাষাবাদ কালাই চাষ বলে জানায় কৃষি অফিস। এ বিষয়ে নাগেশ^রী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ শাহরিয়ার হোসেন জানান এবছরে ২৫০ হেক্টর কালাই চাষ করেছে চাষীরা। কালাই চাষাবাদে অফিস থেকে কৃষকদের পরামর্শসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়।