নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন নওগাঁ জেলা ইউনিটের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের পার-নওগাঁ ম্যানিলা কমিউনিটি সেন্টারে বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন নওগাঁ জেলা ইউনিটের আয়োজনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপি‘র আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন নওগাঁ জেলা ইউনিটের সভাপতি শফিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপি‘র সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ জেলা বিএনপি‘র সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আমিনুর রহমান, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের পরিচালক লায়ন সিরাজুল ইসলাম সহ জেলার সকল বিএডিসি বীজ ও সার ডিলার ও গন্যমান্যা ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে কন্ঠ ভোটে লিটন কুমার দাসকে সভাপতি ও সম্রাট হোসেনকে সাধারণ সম্পাদক করে বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন নওগাঁ জেলা কমিটি ঘোষনা করা হয়।