সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। ধীরে ধীরে বেড়ে চলা কুয়াশার কারণে এলাকার মানুষজনের মধ্যে ঠান্ডার প্রকোপও বেড়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর থেকেই সারাদিন ঠান্ডা বাতাসের সঙ্গে কুয়াশার ঘনত্ব দেখা গেছে। সারাদিন রোদের দেখা মিলেনি। গ্রামের মানুষ শীত নিবারণের জন্য শীতের সকালে খড়-কুটো দিয়ে আগুন পোহাচ্ছে। শুক্রবার (৩ জানুয়ারী) সকালে উপজেলার কাজলা ইউনিয়নের গ্রামে রফিকুল ইসলামের বাড়ির সামনে খড়-কুটো দিয়ে আগুন ধরিয়ে চারপাশে ৮-১০ জন মিলে আগুন পোহাতে দেখতে পাওয়া যায়। কেউ দাঁড়িয়ে কেউ বসে, যেভাবে পারছেন আগুনের তাপ পোহাচ্ছেন।
কুতুবপুর ইউনিয়নের পারডেবডাঙ্গা গ্রামের শফিকুর ইসলাম বলেন, গত দু’দিন ধরে ঠান্ডা বাতাস ও শীতের তীব্রতা কারণে জনসাধারণের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। কলেজ শিক্ষার্থী ইয়াসির আরাফাত বলেন,দুই দিন ধরে সূর্যের চোখ দেখা যাচ্ছে না। প্রচণ্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে গ্রামের মানুষ! বিপ্লব নামে একজন বলেন, আগুন পোহানো এটা পুরাতন প্রথা। অন্য বছরের তুলনায় এ বছর শীত একটু বেশি। তাই এমনিভাবে প্রতিদিনই গ্রামের ছেলেরা একত্রিত হয়ে আগুন পোহাই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান বলেন, শীতে গ্রামাঞ্চলে আগুন পোহানো নতুন কিছু নয় পূর্বে থেকেই। তবে আগুন পোহানো থেকে বিরত থাকাই ভালো। তবে আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ঠান্ডাজনিত রোগের সংখ্যা হাসপাতালে তেমন একটা নেই। আরোও বেশি তীব্র শীত পড়লে রোগীর সংখ্যা বাড়তে পারে।