শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন (রহ.) এর অবৈধ রায় বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে ২০১৩ সালের ৩ মার্চে বগুড়ার শাজাহানপুরে বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে তিনজন নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারত করেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শামীম সাঈদী। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার সাজাপুর ও ডোমন পুকুর গ্রামের তাদের স্ব স্ব পরিবারের বাড়িতে যেয়ে সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার আমীর অধ্যক্ষ আব্দুল হক সরকার, শাজাহানপুর উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফেজ মোখলেছুর রহমান মুকুল, তারেকুল ইসলাম তারেক, উপজেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক কাওছার আলী, অধ্যাপক গাজীউর রহমান, শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান, মাঝিড়া ইউনিয়ন আমীর আব্দুল মতিন, সেক্রেটারি আব্দুর রহমান, শাজাহানপুর উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমীন, সহ-সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম সহ দুশতাধিক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) এর অবৈধ রায় বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে ২০১৩ সালের ৩ মার্চে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী হরতাল সমর্থনে সাড়া দেশে ন্যায় বগুড়ার শাজাহানপুরে সর্বস্তরের জনসাধারণ পাড়া-মহল্লা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মাঝিড়া বন্দরে বগুড়া-ঢাকা মহাসড়কে হাজার হাজার জনসাধারণ অবস্থান নিয়ে আল্লামা সাঈদীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করতে থাকেন। উক্ত মিছিলে উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর পশ্চিম মন্ডল পাড়া গ্রামের মোঃ মেহেরাব আলীর স্ত্রী মোছাঃ আজেনা বেগম, ডোমন পুকুর জায়দারপাড়া গ্রামের মোঃ হযরত আলী তোতার স্ত্রী মোছাঃ মনজিল বেগম ও একই এলাকার মৃত মনছের আলী জায়দারের স্ত্রী মোছাঃ আকলিমা বেগম পুলিশের গুলিতে নিহত হন এবং সেই সময়ে প্রায় পাঁচ শতাধিক নিরীহ মানুষ আহত হয়েছিলেন।