1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মহাস্থানে শীতকালীন সবজীর বাজার নির্মমুখী ক্রেতারা খুশি - Uttarkon
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম:
স্বাধীনতা-সার্বভৌমত্ব-গণতন্ত্র নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তারেক রহমানের নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে: ইসি মাছউদ ১৬ বছর পর জামিনে মুক্ত তিন শতাধিক বিডিআর সদস্য জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে গাবতলীতে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরন ট্রাম্পের অভিবাসন বিরোধী আইন কংগ্রেসে অনুমোদন, গ্রেফতার ৪ বাংলাদেশী ইনার হুইল ক্লাব অব বগুড়ার কম্বল বিতরণ সোনাতলায় অগ্নিনির্বাপণে মুজতাহিদ উদ্ভাবিত পদ্ধতির মহড়া বগুড়া ৪-এপিবিএন এর বার্ষিক পুলিশ সমাবেশ, ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত বদলগাছীতে গাঁজার গাছসহ আটক -১

মহাস্থানে শীতকালীন সবজীর বাজার নির্মমুখী ক্রেতারা খুশি

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৭ বার প্রদশিত হয়েছে

শমসের নূর খোকন (বগুড়া) : বগুড়ার ঐতিহাসিক মহাস্থান বাজারে ভরা মৌসুমে শীতকালীন সবজির বাজার নির্মমুখী, ফলে সাধারণ ক্রেতারা দারুন খুশি। সরে জমিনে  শুক্রবার ও তার আগের দিন বৃহস্পতিবার বগুড়ার ঐতিহাসিক মহাস্থানে সরেজমিনে সবজীর বাজারে ঘুরে ফিরে দেখা যায়, শীতকালীন ভরা মৌসুমে সবজির বাজার নির্মমুখী, ফলে সাধারণ ক্রেতারা দারুন খুশি। দুই একটি সবজী ছাড়া সকল ধরনের সবজির দাম নির্মমুখী হলেও মুলা ও কপিতে অবস্মরণীয় ধস। খুচরা ও পাইকারি বাজারে মনিটরিং করে দেখা যায়, ৪২ কেজি মুলা অর্থাৎ পাইকারি ক্রেতাদের হিসাবে এক মন মুলা মাত্র ৫০ টাকা। ফুলকপি ১৫০ টাকা মন। বাঁধাকপি, যাকে বলা হয় পাতা কপি দেড় থেকে দুই কেজি ওজনের এক পিস ৪ টাকা থেকে ৫ টাকা। সিম ১০০ টাকা পাল্লা, পাঁচ কেজিতে এক পাল্লা। লাউ যাকে বলে কদু ছোট বড় ১২থেকে ১৪টাকা পিস। মিনটাল বেগুন ও থাউলা বেগম ২০ টাকা কেজি। হাইব্রিড শসা ২০ টাকা কেজি। এ্যালট ও পাকড়ি আলু ১৮০০শ টাকা মন, এবং সেভেন আলু ১২০০শ টাকা মণ। টমেটো এক পাল্লা অর্থাৎ পাঁচ কেজি ১২০ টাকা। হাইব্রিড মিষ্টি লাউ ৬০০শ টাকা মন। পালং শাক ২০ টাকা কেজি। লেবু ছোট সাইজের একশত পিচ ১৫০ টাকা, বড় সাইজের একশত পিচ ২০০ শত টাকা। গাজর ছোট সাইজের এক পাল্লা অর্থাৎ পাঁচ কেজি ১৩০ টাকা, বড় সাইজের পাঁচ কেজি ১৬০ টাকা। নতুন পিয়াজ ৫০ টাকা কেজি। কাঁচা আদা ১২০ টাকা কেজি। রসুন ২২০ টাকা কেজি। কাঁচা মরিচ মাত্র ২৫ থেকে ৩০টাকা কেজি। মটরশুঁটি ১২০ টাকা কেজি। এছাড়া নিত্যপণ্য জিনিস পত্রের দাম অপরিবর্তিত থাকলেও, চিনির দাম কেজি প্রতি আট টাকা কমেছে। ডিম এক ডজনে ১০টাকা কমেছে। সবজী বিক্রেতা কৃষকদের সাথে কথা বলে জানাযায়, সবজীর বাজার কমে যাওয়ায় তারা অতটা অসন্তুষ্ট নয়। কারণ, প্রথম যখন জমি থেকে সবজী তুলেছিলেন, তখন ৩-৪ গুণ দামে বিক্রি করেছিলেন। অন্যদিকে বেশ কিছু সবজী ক্রেতাদের সাথে কথা বললে তারা জানান, দাম কমলে কি হবে সবজীতে কোন ধরনের সুস্বাদু নেই। কারণ হিসেবে জানা যায়, কৃষকরা প্রচুর পরিমাণ টিএসপি, এমওপি, ডিএপি সহ বিভিন্ন ধরনের রাসায়নিক সার জমিতে ব্যবহার করছেন, ফলে ফলনের সুস্বাদু বলে কিছু থাকেনা। এছাড়া রাসায়নিক সার মাটির সাথে মিশে পানি দূষণ ঘটায়! সুতরাং রসায়নিক সার ভূগর্ভের পানির সাথে মিশে গিয়ে নিঃসন্দেহে জমির চরম ক্ষতি সাধন করে। রাসায়নি সার ফসলের উৎপাদন কিছুটা হলেও বাড়ায় তবে মাটির উর্বরতা নষ্ট করে দেয়। ঔসব সার ব্যবহারে কৃষকের খরচের পরিমাণও বৃদ্ধি পায়। অন্যদিকে জৈবসার ভূগর্ভস্থ পানিকে দূষণের হাত থেকে রক্ষা করে। জৈব সার ব্যবহারে কৃষকের খরচ যেমন কমে যাবে, তেমনি জমির উর্বরতা বাড়িয়ে তোলে, আর ওইসব জমিতে উৎপাদনকারী ফসল হবে সুস্বাদুকর। তাই কৃষিবিদদের মাধ্যমে কৃষকদের জৈবসার ব্যবহারে উৎসাহিত করা একান্ত প্রয়োজন বলে সচেতন মানুষ মনে করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies