শুক্রবার বিকেলে বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের কাণাড় উত্তরপাড়ায় ‘কাণাড় সেভেন স্টার ক্লাবে’র উদ্যোগে ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়। জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দিুস ছালাম তুহিন, জামায়াতে ইসলামী ফাঁপোড় ইউনিয়ন শাখার আমির হাফেজ লুৎফর রহমান বিপ্লব, নায়েবে আমির প্রভাষক মোঃ রেজাউল করিম, সাবেক ছাত্রনেতা আব্দুল কুদ্দুস প্রমূখ। উদ্বোধন শেষে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। উদ্বোধনী খেলায় লাল দল বনাম হলুদ দল মুখোমুখী হয়। প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্যে যুবকদেরকে মাদকমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।