বৃহস্পতিবার রাতে খান্দার জামিয়া আরাবিয়া মাদরাসা ও ইয়াতিমখানার সুধী সমাবেশ কুরআন ছবক ও দোয়া অনুষ্ঠান মদরাসার সহ সভাপতি ও আবহাওয়া মসজিদের খতিব মাওলানা আবু রাজির সভাপতিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য গোলাম রব্বানী। প্রধান আলোচক ছিলেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী। আরো আলোচনা রাখেন মাওলানা এমদাদ হোসেন জিহাদী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মাওলানা আব্দুল বাসেদ, আজাদুর রহমান, মাদরাসার সেক্রেটারী আশরাফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার মুহতাতিম মাওলানা তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান আলোচক কুরআনের পাখি হয়ে কুরআনের আলো সকলের মাঝে ঝড়িয়ে দেয়ার আহবান জানান। শেষে আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদী সহ সকল শহীদদের রুহের মসাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।