শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ফজলুল হক রতনের স্মৃতি স্মরণে রতন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকাল ৪টায় চোপিনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন ও কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেন। অনান্যদের মধ্য উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আজিজুল হক বিদ্যুৎ, সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন,উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল ছোটন,স্বেছাসেবকদলের আহবায়ক আজাদুল ইসলাম সহ মরহুম ফজলুল হক রতনের স্বজনরা,বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ফুটবল টুর্নামেন্টে চুপিনগর স্পোর্টিং ক্লাব দল ট্রাইবেকারে ৮-৭ গোলে চুপিনগর ইয়াং বয়েজ ফুটবল ক্লাব দলকে পরাজিত করে চুপিনগর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।