ভ্যাটের হার বাড়ানোর কারণে সাধারণ জনগণের কোনো অসুবিধা হবে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এর আগে আমরা নিত্য প্রয়োজনীয় পণ্য চাল-পেঁয়াজ ভ্যাটের হার শূন্য করে দিয়েছি। এখন যেসব পণ্যের ওপর ভ্যাটের হার বাড়ানোর কথা বলা হচ্ছে, তাতে সাধারণ জনগণের তেমন কোনো অসুবিধা হবে না। আজ বৃহস্পতিবার দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে সরকার বাড়তি ১১-১২ হাজার কোটি টাকা রাজস্ব আয় বাড়ানোর জন্য ৬৫টি পণ্য ও সেবার ওপরে ভ্যাটের হার বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে।
নতুন বছরে অর্থনীতির কী অবস্থা দেখতে চান- এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এই বছরই মূল্যস্ফীতিসহ বিভিন্ন অর্থনীতি সূচক আরো ভালো হবে। জনগণ ইতিমধ্যে স্বস্তি পেতে শুরু করেছে, তারা এই বছরে আরো স্বস্তি পাবে।