নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণ চুরি সাথে জড়িত আন্ত:জেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া স্বর্ণ, নগদ টাকা ও একটি প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে দিনাজপুর জেলার কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই দিনাজপুর কোতোয়ালি থানার বাসিন্দা। এ ঘটনায় বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান। সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৬ তারিখ বিকেলে মহাদেবপুর উপজেলার মধ্যবাজারের মায়ামনি জুয়েলার্স থেকে প্রায় ২ লাখ ১৩ হাজার টাকার মূল্যের স্বর্ণের ব্রেসলেট চুরি হয়। পরে থানায় অভিযোগ দিলে পুলিশ তদন্ত শুরু করে মঙ্গলবার রাতে সিসিটিভির ফুটেজ ও আধুনিক প্রযুক্তি সহায়তায় দিনাজপুরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে এর সাথে জড়িত আন্ত:জেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলে এসপি জানান।