মরহুম সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল হক তালুকদারের বড় মেয়ে ও সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদারের বড় বোন, গ্রীণ কলাকোপা এষ্টেট, বগুড়ার চেয়ারম্যান ও ‘চম্পা মহল’ বগুড়া’র স্বত্ত্বাধিকারী এবং তহুরুননেছা মহিলা সংসদের উপদেষ্টা ডাঃ বেগম সূর্যাতূন নাহার চম্পা (বি.এস নাহার) এর আজ ১০তম মৃত্যু বার্ষিকী। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ বুধবার গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের ‘আজাদ মঞ্জিলে’ কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত ও দোয়া-মোনাজাত এর আয়োজন করা হয়েছে।