বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ৪টায় শহীদ খোকন পৌর শিশু উদ্যান হয়ে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে র্যালি শেষ হয়। র্যালি পূর্বে জেলা জাসাসের আহবায়ক ওয়াহেদ মুরাদের সভাপতিত্ব ও সাধারন সম্পাদক জামাল পাশা রানার পরিচালনায় আলোচনা সভায় বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউর করিম বাদশা।
বক্তারা বলেন, রাষ্ট্রপতির জিয়াউর রহমান যে উদ্দেশ্য নিয়ে জাসাসকে প্রতিষ্ঠা করেছিলেন আজ সময় এসেছে, জাসাসের সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার। আমরা দেশীয় সংস্কৃতি ধারণ ও লালন মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হবে। দেশের স্বাধীনতা ও সর্বভৌমত্বের ওপর শকুনের দৃষ্টি পড়েছে। সকল দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা সর্বভৌমত্বকে রক্ষা করতে হবে। অগাস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ আছি। জাসাসের জেলা ও উপজেলা এবং পৌর কমিটির নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।