মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চির বিদায় নিলেন উত্তরগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবিদ হোসেন সরকার। গত শুক্রবার বাদ জুম্মা তার নিজ গ্রাম বামনসাতায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আলহাজ্ব আবিদ হোসেন সরকারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল নামে। স্থানীয়রা জানান, এ এলাকায় এর আগে কোন মানুষের জানাযায় এত মানুষের সমাগম ঘটেনি। জানা গেছে, গত বৃহস্পতিবার বামনসাতা গ্রামে একটি পারিবারিক অনুষ্ঠানে আলহাজ্ব আবিদ হোসেন সরকার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে আলহাজ্ব আবিদ হোসেন সরকার স্ত্রী, তিন কন্যা এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে আলহাজ্ব আবিদ হোসেন সরকারের মৃত্যুতে মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ হাছান আলী, মহাদেবপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী সোবহান, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।