1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শিবগঞ্জের ছাতুয়া গ্রামের সোবহান সরদারের সাংবাদিক সম্মেলন - Uttarkon
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার চিকিৎসা ‘ওয়ান স্টপ সার্ভিসে’ করার সিদ্ধান্ত চিকিৎসকদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বগুড়ায় শীতবস্ত্র বিতরণ ওষুধ, রেস্তোরাঁ ও পোশাকে ভ্যাট কমানোর সিদ্ধান্ত মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম গণহত্যার বিচারে ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জের আবেদন খারিজ ইউক্রেন চুক্তি না হলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ হতে পারে : ট্রাম্প বগুড়ার শজিমেক হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সময় গুলিবিদ্ধ ও বিভিন্ন রোগে অসুস্থ রোগীদের পাশে সাবেক এমপি লালু শহীদ জিয়াউর রহমান মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ ছিলেন-সাবেক এমপি লালু দেশ ও মানুষের স্বার্থে সংস্কার প্রত্যাশী জামায়াত: মিয়া গোলাম পরওয়ার পাবনায় বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার শীতবস্ত্র বিতরণ

শিবগঞ্জের ছাতুয়া গ্রামের সোবহান সরদারের সাংবাদিক সম্মেলন

  • সম্পাদনার সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৯ বার প্রদশিত হয়েছে

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ছাতুয়া দামপাড়া গ্রামের মোঃ সায়ের সরদারের পুত্র আব্দুস সোবহান সরদার শনিবার সকালে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, “ছাত্র-গণঅভ্যুত্থানের মাধ্যমে বহু রক্তের বিনিময়ে ও সীমাহীন অন্যায় অবিচার সহ্য করে অর্জিত হওয়া নতুন বাংলাদেশের যাত্রাপথে আমরা বহুক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করছি। সামাজিক অপরাধরোধে পুলিশ বাহিনীতেও পরিবর্তন বা সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়েছে, যা আমাদের আশান্বিত করলেও দুর্ভাগ্যজনক যে, আমি নিজে এই পরিবর্তনের সুফল না পাওয়ায় আপনাদের দ্বারস্থ হয়েছি। আমি শারীরিক প্রতিবন্ধী একজন সামান্য বাদাম বিক্রেতা। আমার স্বল্প আয় দিয়ে বহু কষ্টে আমাদের সংসার চলে। মাত্র ০৩ (তিন) শতাংশ ভিটেমাটির উপর আধা শতাংশে একটি কুঁড়েঘর করে আমরা সেখানে বসবাস করি। সম্প্রতি আমার প্রতিবেশী আশরাফ আলী ও আফজাল ফকির আমার ভিটেমাটির বাকি আড়াই শতাংশ জায়গা জবরদখল করে স্থাপনা নির্মাণের উদ্যোগী হয়। এমতাবস্থায় আমি আদালতে একটি মামলা (মোকদ্দমা নং- ৬১৫ পি/২৪) দায়ের করি। মাননীয় আদালত তৎপ্রেক্ষিতে স্থিতিবস্থার আদেশ জারি করে উক্ত স্থানে যাতে শান্তিভঙ্গের কোন ঘটনা না ঘটে সেজন্য কার্যকর ব্যবস্থা গ্রহণে শিবগঞ্জ থানার প্রতি নির্দেশ দেন। এছাড়াও আদালত বাদী অর্থাৎ আমার প্রার্থনামত বিষয়সমূহ তদন্তপূর্বক ১৫ দিনের মধ্যে একটি প্রতিবেদন আদালতে দাখিলের জন্য গত ৩০/১১/২০২৪ইং তারিখে শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) কে আদেশ দেন। যদিও আজ পর্যন্ত কোন প্রতিবেদন দাখিল করা হয়নি।এ অবস্থায় আমার প্রতিপক্ষ আদালতের আদেশ অগ্রাহ্য করে নির্মাণ কাজ অব্যাহত রাখে। তাদের এই বেআইনী কাজ বন্ধে থানা পুলিশকে অবগত করলেও তারা সে ব্যাপারে কোন উদ্যোগ গ্রহণ করেনি। উপরোন্ত প্রতিপক্ষের লোকজন আমাকে ও আমার পরিবারকে নানাভাবে হুমকি-ধামকি প্রদান করে। এ পর্যায়ে গত ২৪/১২/২০২৪ইং তারিখে আমার ছেলে শাওন সরদার (২৪) কে মারপিট করে রক্তাক্ত জখম করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করতে গেলেও থানা তা গ্রহণ করেনি।এমতাবস্থায় আমি পুলিশসহ প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আবেদন জানাচ্ছি। সেই সাথে আমার ও ‘আমার পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করারও আবেদন জানাচ্ছি।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies