বগুড়া লেখক চক্রের ৯৪৯তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ম্যাক্স মোটেলে আসরটি অনুষ্ঠিত হয়। আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক।
আসরের ১ম পর্বে স্বরচিত লেখা পাঠ করেন সহসভাপতি কবি ওয়ায়েজ রেজা, সাবেক সহসভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক ছড়াকার আমির খসরু সেলিম, অর্থ সম্পাদক কবি আমিনুল ইসলাম রনজু, আসর পরিচালনা সম্পাদক কবি আবু রায়হান, কবি সিকতা কাজল, কবি সাহানা আক্তার, পিংকু আহমেদ, জাহাঙ্গীর মাহমুদ, পারভীন নাহার, মেরিনা জাহান, কবি মাহমুদ কাওছার, কবি মঞ্জুরুল ইমরান, কবি সমুন মোহন্ত, প্রিয়ম পলাশ, কবি শাকিবুল শাকিল ও নুসরাত জাহান। ২য় পর্বে পঠিত লেখাসমূহের উপর আলোচনা করেন কবি ইসলাম রফিক।
৩য় পর্বে মুক্ত আলোচনায় আগামী ১০ জানুয়ারীতে অনুষ্ঠিতব্য ৯৫০তম পাক্ষিক সাহিত্য আসর নিয়ে আলোচনা করা হয়। আসরের শেষে গান পরিবেশন করেন সিকতা কাজল, পিংকু আহমেদ, আবু রায়হান ও মাহমুদ কাওছার।