বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ টি হোটেলে ৬ হাজার জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান। জানা যায়, বদলগাছী উপজেলা সদরের ছোট যমুনা নদীর পূর্ব পার্শ্বে অভিযান চালিয়ে হোটেলে নোংরা পরিবেশ এবং খাদ্যদ্রব্য স্বাস্থ্য সম্মত না হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রত্যেক হোটেল মালিকের ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। সেই সাথে তাদেরকে সতর্ক করে দিয়েছেন।