মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: প্রশাসনের সকল ক্যাডার পদে বৈষম্য দূরীকরণ ও উপসচিব পদে কোঠার পরিবর্তে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদানের দাবীতে নওগাঁর মহাদেবপুরে মানববন্ধন করেছে আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ মহাদেবপুর উপজেলা শাখা। সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় ও জনবান্ধব সিভিল সার্ভিসের দাবী জানানো হয়। এসব দাবীর প্রতি সমর্থন জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন জাহাঙ্গীরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. লোকনুজ্জামান আহম্মেদ, সহকারী অধ্যাপক নাসিমুল ইসলাম, সহকারী অধ্যাপক মোছা: শায়লা বানু, সহকারী অধ্যাপক ফারজানা খানম ক্যামেলিয়া, প্রভাষক আল-আমিন হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশীদুল ইসলাম, ডা: নাহিদুজ্জামান, ডা: মেফতাহুল জান্নাত, ডা: জহিরুল ইসলাম, ডা: আব্দুর সবুর, ডা: সায়েক মাহমুদ, ডা: ইমরান আলী, ডা: ইমরুল কায়েশ প্রমুখ।