মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁ জেলার প্রান্তিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত জনগোষ্ঠীর আইনী সহায়তা সহজলভ্য করার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা হেক্স এর সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশন এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম। হেক্স এর পার্টনারশীপ ম্যানেজার এন্ড সিনিয়র প্রোগ্রাম এ্যাডভাইজার জেন্ডার ডাইভারসিটি এন্ড এ্যাডভোকেসি অফিসার সাইবুন নেসার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হেক্স এর সিনিয়র পার্টনারশীপ এন্ড কো-অর্ডিনেটর এ এফ এম রুকুনুল ইসলাম, হেক্স এর টেকনিক্যাল অফিসার পাপন সরকার, ডাসকো ফাউন্ডেশনের প্রোগ্রাম পরিচারক মো: জাহাঙ্গীর আলম, এ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেত্রী শেফালী কর্মকার প্রমুখ। মতবিনিময় সভায় বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এ্যাডভোকেট, দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।