মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে বে-সরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের শীতবস্ত্রের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় মহাদেবপুর উপজেলার ৪৮ জন অসহায় মানুষের মাঝে ১ হাজার করে ৪৮ হাজার টাকা প্রদান করা হয়। অন্যদিকে এই প্রকল্পের আওতায় পত্নীতলা উপজেলার ৪৩ জন ও ধামইরহাট উপজেলার ২৪ জন অসহায় মানুষকে শীতবস্ত্র ক্রয়ের জন্য ১ হাজার করে টাকা প্রদান করা হয়।