মোকামতলা( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার মহাস্থান প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও সুবিধাভোগী ৩০০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মহাস্থান প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটু’র সভাপতিত্বে শনিবার সকাল ১১টায় মহাস্থান মাহীসওয়ার ডিগ্রী কলেজ মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলম। এসময় প্রধান অতিথি বলেন, “এই মহাস্থানগড় সারা পৃথিবীর ইতিহাস ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে”। এবং প্রত্নতত্ত্ব থেকে জাতিসংঘের তালিকা ভুক্ত হয়েছে। ঠিক তেমনি লিখনির মাধ্যমে অন্যান্য বিষয় নিয়ে এখানে যেন মাথা উচু করে দাঁড়াতে পাড়ে এজন্য মহাস্থান প্রেসক্লাবের সংবাদিকদের প্রতি তিনি আহবান জানিয়েছেন। তিনি আরও বলেন, মহাস্থান প্রেসক্লাব একটি পুরাতন প্রেসক্লাব। অনেক ঘাতপ্রতিঘাত পেরিয়ে মহাস্থান প্রেসক্লাব আজ সাফল্যের দ্বারপ্রান্তে। মহাস্থান প্রেসক্লাব শুধু নিজেদের নিয়ে ভাবে না। শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত মহাস্থানের অসহায়, দরিদ্র, দুস্থ, গরিব, দুঃখী, শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ যারা নিদারুণ কষ্ট পাচ্ছেন। তাদের নিয়েও মহাস্থান প্রেসক্লাব ভাবে। যার দৃষ্টান্ত মহাস্থান প্রেসক্লাবের আজকের এই মহতি শীত বস্ত্র বিতরণ। মহাস্থান প্রেসক্লাব শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়িয়েছে এটি সত্যি প্রশাংসার দাবি রাখে। তিনি দেশনায়ক তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। এবং আগামীতে যেন তাদের মাধ্যমেই শিবগঞ্জের আনাচে-কানাচেতে শীতের উপহার আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি”। এটিও তিনি যোগ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কার্য নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক মাহফুজ মন্ডল। অনুষ্ঠান শুরুতেই কুরআন তেলওয়াত পাঠ করেন, মহাস্থান প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক কেএম আমিনুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম সাজু।
এসময় উপস্থিত ছিলেন, মহাস্থান মাহীসওয়ার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান, গভর্ণিং বডির সদস্য আলহাজ্ব সাইফুজ্জামান চুন্নু, রায়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিনহাজ্ব উদ্দিন, শিবগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক হোসেন,উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, শিবগঞ্জ থানার এএসআই আবু তাহের,মহাস্থান প্রেস ক্লাবের সহ সভাপতি তাহেরা জামান লিপি, সাধারণ সম্পাদক এস আই সুমন, কোষাধ্যক্ষ গোলাম রব্বানী শিপন, প্রচার সম্পাদক আব্দুল বারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাফাওয়াত সজল,নির্বাহী সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল বাছেত, আজিজুল হক বিপুল, আব্দুল হান্নান টগর, শাকিকুল ইসলাম শাকিল, আব্দুর রহিম, সাংবাদিক আশিকুর রহমান আশিক প্রমূখ।