নেত্রকোনায় গ্রেফতার বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে কারাগারে পাঠিয়েছে আদালত। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে একাধিক হত্যা মামলার আসামি রিপুকে আজ শুক্রবার দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে রাগেবুল আহসান রিপুকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এসময় আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আওয়ামী লীগ নেতা রিপুকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বগুড়ার আদালতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের গ্রেফতার নেতাদের আনা হলে বিক্ষোভ মিছিল ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটায় শুক্রবার অনেকটা গোপনে সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুকে পুলিশের প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার ভোরে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১৪ এর একটি দল সাবেক সংসদ সদস্য রিপুকে গ্রেফতার করে। এর আগে গত ৪ আগস্ট ও ৫ আগস্ট বগুড়া শহরের শিববাটি এলাকায় রাগেবুল আহসান রিপুর বাসায় দুই দফা ভাঙচুর করে আগুন দেয় জনগণ। ৪ আগস্ট থেকেই তিনি সপরিবারে আত্মগোপন করেন। গত ৫ আগস্ট গণঅভুত্থানের পর বগুড়ার বিভিন্ন থানায় রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে হত্যাসহ ১৩টি মামলা দায়ের হয়েছে।