কোর্ট রিপোর্টার : ঢাকা থেকে গ্রেপ্তারকৃত বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক ও তার স্ত্রী বগুড়া জেলা পরিষদের সদস্য মাহফুজা খানম ওরফে লিপি বেগমকে আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বগুড়ার আদালতে হাজির করা হলে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বগুড়ার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা ওই আসামিদ্বয়কে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। এর আগে শফিক ও তার স্ত্রীকে বহনকারী প্রিজনভ্যান আদালত চত্ত্বরে এলে বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতা-কর্মী এবং সাধারণ জনতা বিক্ষুব্ধ হয়ে পড়ে। তারা প্রিজনভ্যান ঘেরাও করে তাদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। সেইসাথে প্রিজনভ্যান লক্ষ্য করে একের পর এক পঁচা ডিম ও জুতা নিক্ষেপ করে ধিক্কার জানায়। জনতার বিক্ষোভের মুখে এ সময় প্রিজনভ্যান থেকে নামানো যায়নি শফিক ও তার স্ত্রী’কে। পরে প্রিজনভ্যান কারাগারের দিকে চলে যায়। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর ছিলো।