নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে যাত্রী সেজে কৌশলে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ১৯ শে ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের মো: রাশেদ তার ব্যটারীচালিত নিজস্ব ইজিবাইক নিয়ে যাত্রী পরিবহনের জন্য নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিল। ঐ সময় বাসস্ট্যান্ড থেকে ৩ জন যাত্রী পাটগাড়ী কোন এক মহরীর বাড়িতে যাওয়ার কথা বলে ইজিবাইকে উঠে। পরে জনতা মার্কেটের সামনে থেকে আরো ২ জন যাত্রী উঠে পাটগাড়ী যায়। তাদের মধ্যে ১ জন মহিলা যাত্রীও ছিলো। সেখানে পৌঁছার পর ৩ জন যাত্রী নেমে যায় এবং ২ জন ইজিবাইকেই অবস্থান করে। প্রায় ১৫ মিনিট পর ঐ ৩ জন যাত্রী পুনরায় ইজিবাইকে উঠে নন্দীগ্রাম কাথম-কালীগঞ্জ সড়কের কাথম অভিমুখে যাত্রা করে। এক পর্যায়ে ইজিবাইকটি নামুইট-ঢাকইড় রাস্তার মাঝামাঝি পৌঁছিলে অতর্কিতে চালকের পাশে বসা যাত্রীবেশে ছিনতাইকারীরা ইজিবাইকটির নিয়ন্ত্রন নেয় এবং যাত্রীবেশে পিছনে বসা অপর এক ছিনতাইকারী চালকের নাক-মুখ চেপে ধরে ইজিবাইক থেকে নামিয়ে হাত-পা বেঁধে প্রচন্ড মারধর করে রাস্তার পাশে জমিতে ফেলে রেখে ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায়। পরে নামুইট গ্রামের লোকজন এসে চালককে উদ্ধার করে। এই প্রতিবেদন লেখার পূর্ব পর্যন্ত নন্দীগ্রাম থানায় একটি ছিনতাই মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।