আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের উপহার টাওয়ার শেফালী কনভেনশন সেন্টারে এসএসসি ক্লাব-৯৫ ব্যাচের উদ্যোগে “পাশে আসি বন্ধু” এই স্লোাগানকে সামনে রেখে ৫ম গেট টুগেদার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এসএসসি-৯৫ ক্লাবের আয়োজনে সারা দিনব্যাপী নানা কর্মসুচির মধ্য ছিল সকাল বেলা চা-চক্র, কেক কাটা, স্কুল জীবনের স্মৃতিচারণ, খেলাধুলা, আলোচনা সভা, দুপুরের খাবার, বিকেলে রাফেল ড্র ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসএসসি ক্লাব-৯৫ গ্রুপের এডমিন রেজোয়ান হোসেনের সভাপতিত্বে ও এডমিন প্যানেলের উদ্যোক্তা নয়ন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত গেট টুগেদারের আলোচনা সভায় বক্তব্য রাখেন, এসএসসি ক্লাব- ৯৫ গ্রুপের এডমিন প্যানেলের অন্যতম উদ্যোক্তা, বগুড়া জেলা মহিলা দলের সহ-সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, এসএসসি ক্লাব-৯৫ গ্রুপের সদস্য ধনঞ্জয় প্রসাদ, মুন্নি আক্তার, হাসনাত জুয়েল, সেলিনা আক্তার, রায়হান, নিপা বানু, ইমতিয়াজ তালুকদার ডলার, রেদোয়ান আহমদে, শাহাদত হোসেন মাসুদ, বাপ্পা, রিপন, আমেনা, মামুন, বেদেনা প্রমুখ। স্কুল জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে এইচ এম মুক্তা বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা স্কুল জীবনের বন্ধু-বান্ধবীরা মিলিত হয়েছি একসাথে। তাই সবার সান্নিধ্য পেয়ে ভালো লাগছে। আশা করি এভাবে আগামীতেও আমরা এই ধারা অব্যাহত রাখবো। এই বিষয়ে ৯৫ ব্যাচের এডমিন প্যানেলের উদ্যোক্তা নয়ন আলী বলেন, প্রতি বছর আমরা এই দিনটি জন্য অপেক্ষা করি। সবাই একত্রিত হয়ে স্কুল জীবনকে ঘিরে অনেক স্মৃতিচারণ করি এবং বেশ ভালো লাগে। আমরা সব বন্ধুরা মিলে আজ প্রতি বছর মত ৫ম গেট টুগেদারের আয়োজন করতে পেরে খুব আনন্দিত। আলোচনা শেষে দুপুরে মধ্যাহ্ন ভোজের বিরতি দিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাফেল ড্র, খেলাধুলার পুরষ্কার বিতরণ ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।