জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন জুলুম নির্যাতনকারীরা এখন আর তাদের বাড়ীঘরে থাকতে পারেনা। সবাই পালিয়ে থাকায় এখন কুকুর বিড়াল দেখা যায়। জনগণ জালিমের ঘরবাড়ি এখন টয়লেটে পরিণত করেছে। তিনি বৃহস্পতিবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বার আঞ্জুল মাদরাসা মাঠে আমেনা কাবিল মাদরাসা ও ইয়াতিমখানা আয়োজিত ওয়াজ মাহফিলে একথা বলেন। প্রতিষ্ঠানে চেয়ারম্যান মুফতি মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে ও পরিচালক আলহাজ¦ অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দীক, বিএনপি নেতা আবুল বাশার, মাওলানা আব্দুল বারী রশিদী প্রমুখ। তিনি আরো বলেন জুলুম নির্যাতন চালিয়ে কুরআনের দাওয়াত বন্ধ করা যাবেনা। সুখী সমৃদ্ধ বৈষম্যহীন সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে হলে সবাইকে কুরআনের শীতল ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে। জেলা আমীর মাওলানা আব্দুল হক সরকার বলেন মানুষের তৈরি করা মতবাদে শান্তি নেই। মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আর স্রষ্টার বিধান কুরআন দিয়েই সমাজ পরিচালনা করতে হবে। কুরআনের সমাজ প্রতিষ্ঠা হলেই দুনিয়াতে শান্তি ও পরকালীন মুক্তির মিলবে। অনুষ্ঠানে প্রধান বক্তা আমীর হামজা বিগত সময়ে জামায়াতের দুই মন্ত্রী ছিল। কেউ দুর্নীতি করেনি। যারা কোরআনকে ভয় করে তারা কোনদিন দুর্নীতি করতে পারে না। দলটি ক্ষমতায় গেলে সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত গড়ে তুলবে ইনশাআল্লাহ।