গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপির ও অঙ্গদলের আয়োজনে মালিয়াডাঙ্গা বাজার সংলগ্ন মাঠে ৩দিনব্যাপী বিজয় মেলা ও ঘোড়া দৌড় মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
বিএনপির নেতা সৈয়দ আলী মোল্লার সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান, বাগবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি কামরুজ্জামান, উপজেলা বিএনপির সহ-সভাপতি নবির হোসেন আকন্দ, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সহমিনা আক্তার রুমা, বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন (সাবেক এমপি লালুর) রড়নাতি সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, সমাজ সেবক মাজেদুর রহমান বাবু, খোরশেদ আলম,শাহ আলম, সুমন চৌধুরী, স্বপন মিয়া, আবুল কালাম আজাদ, দুলাল মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস মাহমুদ উজ্জল, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, আবু বক্কর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিবন ইসলাম, সদস্য সচিব শহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক নোমান বাবু, মেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, শ্রমিকদল নেতা উজ্জ্বল হোসেন, জাকির হোসেন প্রমুখ।
শেষে প্রধান অতিথি সাবেক এমপি লালু বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।