বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ পালন করেছে উপজেলা প্রশাসন। ” প্রবাসীর অধিকার, আামাদের অঙ্গীকার, বেষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালী উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, প্রাণিসম্পদ সার্জন ডাঃ নাজমুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, ছাত্র প্রতিনিধি শাহরিয়ার জামান, সাংবাদিক হাসানুজ্জামান, আবু জর গিফারী, শহিদুল ইসলাম প্রমুখ। উক্ত র্যালী ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।