বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ট্যাটাস নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের মতো করে প্রতিক্রিয়া জানাবে। এমনটি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে এ মন্তব্য করেন তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ১৯৭১ সালে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ হয়েছে দাবি করে সোমবার বাংলাদেশের বিজয় দিবসের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পোস্ট নিয়ে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। মিয়ানমার ইস্যুতে ভারত ও চীনের সাথে বৈঠক করতে বুধবার থাইল্যান্ড যাচ্ছেন তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বৈঠকে মিয়ানমার নিয়ে ইনফরমাল (অনানুষ্ঠানিক) আলোচনা হবে। বর্ডার, ক্রাইম ও মিয়ানমারের ভবিষ্যৎ থাকবে আলোচনায়।’ তিনি আরো বলেন, ‘কথাবার্তা কোনদিকে এগোয় তার ওপর নির্ভর করবে বাংলাদেশের বক্তব্য।’ সূত্র : বিবিসি