গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে বিভিন্ন কর্মসূচীর পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিয়ে দিবসটি শুরু হয়। ১৫ডিসেম্বর প্রধান প্রধান ভবনে আলোক সজ্জাকরণ। ১৬ডিসেম্বর ভোর বেলা গাবতলী কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্বরণে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি ও সকল অঙ্গদল, পৌরসভা, স্কুল, কলেজ, মাদ্রাসা, এনজিও প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান পুস্পমাল্য অর্পণ করেন। সকাল ৭টায় সরকারী-বেসরকারী ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও বিজয় মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিজয় মেলায় সরকারি বিভিন্ন দপ্তরসহ ২৮টি প্রদর্শনী স্টল অংশগ্রহন করেন। বেলা ১১টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা স্থানীয় পাইলট হাইস্কুল মাঠে ইউএনও নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মডেল থানার ওসি আশিক ইকবাল, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, প্রাণীসম্পদ কর্মকর্তা রাশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম রন্টু, সেকেন্দার আলী, মুক্তিযোদ্ধা সন্তান রোকসান হাফিজ সুমন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদা খানম এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার বুলবুল আহম্মেদ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বাদজোহর সকল মসজিদে শহীদদের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করেন এবং হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ হয়।
অপরদিকে, উপজেলার কাগইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে বর্নাঢ্য র্যালী শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কাগইল ইউপির প্যানেল চেয়ারম্যান আবু জাফর, ইউপি সদস্য আবু হাসেম, আব্দুস ছাত্তার, জাহাঙ্গীর আলম, বাবলু মিয়া, আনছার আলী ভোলা, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মিলন মিয়া, বিউটি বেগম, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর রাঙ্গা মিয়া, ইউডিসি উদ্যোক্তা মেহেদী হাসান পিস্তা, উদয় কুমার সুত্রধরসহ গ্রামপুলিশ বৃন্দ প্রমূখ।